TT-Clean: 77.1 | TK BC-Selling: 78.1
TK OD-Sight: 76.88 TK | TC-Selling: 78.1 TK
TT-Clean: 77.1 | TK BC-Selling: 78.1
TK OD-Sight: 76.88 TK | TC-Selling: 78.1 TK
TT-Clean: 77.1 | TK BC-Selling: 78.1
TK OD-Sight: 76.88 TK | TC-Selling: 78.1 TK
Rate last updated: 02/01/2014 11:15:04 AM
শীত আসছে। লক্ষ্য করেছেন? জানালার ওপাশে সকালগুলো অস্পষ্ট হতে শুরু করেছে। উৎসবপ্রিয় মানুষের কাছে ‘শীত’ হয়তো আর এক উৎসব। কিন্তু স্বল্প আয়ের মানুষের কাছে এটা স্রেফ একটা ভোগান্তি।
যদিও শীত এখানে অতি অল্প সময়ের জন্য আসে, তবু সময়টিতে হতদরিদ্র মানুষের ভোগান্তি সীমা ছাড়িয়ে যায়। সবচেয়ে বেশি কষ্ট পায় শিশু, বিকলাঙ্গ ও বয়স্ক শ্রেণির মানুষ। এমনকি মৃত্যুর মত দুঃখজনক ঘটনাও ঘটে। দেশের অর্থনীতির মূল সূচকগুলো নিঃসন্দেহে আশাব্যঞ্জক, তবু এখনো জনসংখ্যার একটি বড় অংশ অতি দারিদ্র সীমার
নিচে বাস করছে। বিশ্বব্যাংকের এক হিসেব অনুযায়ী এর পরিমাণ এখন ১২.৯ শতাংশ। কিন্তু বাস্তবতা হচ্ছে, বলতে গেলে জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি মানুষ প্রতি শীতে কষ্টভোগ করে। আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণ বলছে এবছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারী মাসে তীব্র শীত পড়তে পারে। এমনকি তাপমাত্রা নেমে যেতে পারে 4°C এ।
দায়িত্ববান নাগরিক এবং ব্যাংকার হিসেবে শীতপীড়িত হতদরিদ্র এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিৎ। সেটা যতো দ্রুত হয় ততোই ভালো। এবং তা শীতের প্রকোপ বেড়ে যাবার আগেই।
সামাজিক দায়বদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ একটি ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংক প্রতিবছর সিএসআর ফান্ড থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ টাকা ব্যয় করে দরিদ্রদের মাঝে গরম পোশাক বিতরণে।
এ মহৎ উদ্যোগের পাশাপাশি এবছর আমরা আমাদের সহকর্মী, গ্রাহকবৃন্দ, ফেসবুক অনুসারীবৃন্দ এবং ঢাকা ব্যাংকের অন্যান্য শুভানুধ্যায়ীদের নিয়ে একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি। ‘ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা’ কার্যক্রমের অন্তর্ভুক্ত এ ক্যাম্পেইনের মাধ্যমে পোশাক সংগ্রহ করে তা শীতপীড়িত মানুষের মাঝে বিতরণ করা হবে। ক্যাম্পেইনটির নাম ‘আসুন শীতার্তদের পাশে দাঁড়াই’।
এক্ষেত্রে আপনি এগিয়ে আসতে পারেন আপনার পুরনো, অব্যবহৃত অথবা নতুন যেকোন পোশাক নিয়ে। আপনার স্বজন ও বন্ধুরাও এ উদ্যোগে সামিল হতে পারবেন। এছাড়াও আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দকে এ উদ্যোগে সামিল হওয়ার অনুরোধ জানাতে পারেন। ঢাকা ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমেও ক্যাম্পেইনটি ছড়িয়ে দেয়া হবে। বেশি বেশি করে লাইক দিন, ছড়িয়ে দিন বিশ্বব্যাপী। ক্যাম্পেইন এ অংশগ্রহণ এর জন্য নিচের ফর্মটি পূরণ করুনঃ
Winter is approaching, noticed? Outside the window, morning is now hazy. Winter brings smiles to the festival lovers, but great grief for the low income people. As you know, winter is rather short here. But it brings some visible changes in nature. At times, cold wind blows continuously from the north.
Especially the poors’ sufferings are untold with the cold spell for days together. Cold hits the elderly, physically challenged & children most; sometimes even kills them. Although the economy fundamentals of the country are shining, a remarkable number of people live below the poverty line. 12.9% of total population still stays below the extreme poverty line, according to World Bank. Euphemistically called the low-income group, but actually more than half the population have little means to fend off the winter cold. No doubt the poorest among the poor are the worst sufferers and they suffer doubly on account of winter. According to BMD, the cold will intensify in the last week of December and continue over the whole month of January. Temperature may come down to 4oC with thick fog all over the country.
As a responsible citizen and socially responsible Banker, why not we do something meaningful for these ultra-poor? The cold-hit poor people need a lot of help, and the sooner it reaches them the better.
As a socially responsible Bank, every year Dhaka Bank spends significant amount of money from its CSR fund for distributing warm clothes. In addition, this year we together with our customers, facebook followers will collect clothes for these distressed people.
On that note, Dhaka Bank is going to arrange a Personal Social Responsibility (PSR) campaign titled “আসুন শীতার্তদের পাশে দাঁড়াই”. You can contribute clothes of any kind – old/unused/new from your family and friends. You can also humbly request our respected customers to donate. On this occasion, we will float a facebook campaign on the Bank’s registered page. I am requesting you to share that with your digital connects as well.